Ajker Patrika

নেত্রকোনা-৫: জাল ভোট দিতে এসে ৩ কিশোর আটক, পরে জরিমানা 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-৫: জাল ভোট দিতে এসে ৩ কিশোর আটক, পরে জরিমানা 

নেত্রকোনার পূর্বধলায় জাল ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল তিন কিশোর। বিষয়টি বুঝতে পেরে তাদের আটকের পর জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন। আজ রোববার সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলার বাদে পুটিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে। 

ওই তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি বাদে পুটিকা গ্রামে। তাদের আটকের বিষয়টি জানতে পেরে স্বজনেরা এসে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাদে পুটিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার জন্য ওই তিন কিশোর লাইনে দাঁড়িয়েছিল। তাদের দেখে সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান আটক করে। 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি মো. আনোয়ার হোসেনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৯৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত