গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে অপহরণের শিকার পাঁচ বছরের এক শিশুকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজুল ইসলাম বাবু, এখলাছ মিয়া, কামরুল ইসলাম, জসিম উদ্দিন ও মোস্তাকিম।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার চার ব্যক্তির তথ্যের ভিত্তিতে তন্বী নামের শিশুটিকে নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
তন্বী গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের মো. নুরুল হকের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় অপহরণের শিকার তন্বী ও তাঁর ফুফাতো বোন সানজিদা আক্তার (৭) ষোলপাই আল হেলাল জামে মসজিদে ওয়াজ মাহফিলে যায়। রাত আটটার দিকে দুই ব্যক্তি এসে তন্বীকে তাঁর বাবা নিয়ে যেতে বলেছে বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেইসঙ্গে সানজিদাকে বাড়ি চলে যেতে বলে। বাড়িতে এসে সানজিদা আক্তার বিষয়টি তন্বীর মাকে বলে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তন্বীর বাবার মোবাইল ফোনে একটি কল আসে। ওই ব্যক্তি বলেন, ‘তোমাদের মেয়ে আমাদের কাছে আছে। জীবিত অবস্থায় ফেরত চাইলে ১০ লাখ টাকা রেডি করেন। পরদিন বুধবার সকাল ৯টার দিকে অপহরণকারীরা জানতে চায় টাকা রেডি হয়েছে কিনা।’
এরপর শারমীন আক্তার তন্বীর বাবা নুরুল হক গৌরীপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ মোবাইল ফোন ট্যাকনোলজি ব্যবহার করে গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ক্ষুদ কালিহর গ্রাম থেকে সিরাজুল ইসলাম বাবু, এখলাছ মিয়া, কামরুল ইসলাম ও জসিম উদ্দিনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাত সাড়ে নয়টায় নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকা থেকে তন্বীকে উদ্ধার করে। এ সময় মোস্তাকিম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে অপহরণের শিকার পাঁচ বছরের এক শিশুকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজুল ইসলাম বাবু, এখলাছ মিয়া, কামরুল ইসলাম, জসিম উদ্দিন ও মোস্তাকিম।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার চার ব্যক্তির তথ্যের ভিত্তিতে তন্বী নামের শিশুটিকে নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
তন্বী গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের মো. নুরুল হকের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় অপহরণের শিকার তন্বী ও তাঁর ফুফাতো বোন সানজিদা আক্তার (৭) ষোলপাই আল হেলাল জামে মসজিদে ওয়াজ মাহফিলে যায়। রাত আটটার দিকে দুই ব্যক্তি এসে তন্বীকে তাঁর বাবা নিয়ে যেতে বলেছে বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেইসঙ্গে সানজিদাকে বাড়ি চলে যেতে বলে। বাড়িতে এসে সানজিদা আক্তার বিষয়টি তন্বীর মাকে বলে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তন্বীর বাবার মোবাইল ফোনে একটি কল আসে। ওই ব্যক্তি বলেন, ‘তোমাদের মেয়ে আমাদের কাছে আছে। জীবিত অবস্থায় ফেরত চাইলে ১০ লাখ টাকা রেডি করেন। পরদিন বুধবার সকাল ৯টার দিকে অপহরণকারীরা জানতে চায় টাকা রেডি হয়েছে কিনা।’
এরপর শারমীন আক্তার তন্বীর বাবা নুরুল হক গৌরীপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ মোবাইল ফোন ট্যাকনোলজি ব্যবহার করে গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ক্ষুদ কালিহর গ্রাম থেকে সিরাজুল ইসলাম বাবু, এখলাছ মিয়া, কামরুল ইসলাম ও জসিম উদ্দিনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাত সাড়ে নয়টায় নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকা থেকে তন্বীকে উদ্ধার করে। এ সময় মোস্তাকিম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৮ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের বাবার নাম আবুল কাশেম। বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে...
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে থাইল্যান্ডে যাওয়ার পথে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। এ ছাড়া দল থেকে বহিষ্কার করা হয়েছে। রিয়াদ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফতুল্লা অঞ্চলের বিভ
৩৬ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে তেতে উঠেছে পথঘাট। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। অসহনীয় এই গরমের মধ্যে বিদ্যুতের আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছে পল্লী বিদ্যুতের প্রায় দেড় লাখ গ্রাহকের পরিবার। গড়ে দিনে-রাতে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ
৩৮ মিনিট আগে