Ajker Patrika

মেলান্দহে শাশুড়িকে হত্যার অভিযোগে যুবক কারাগারে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২৪
মেলান্দহে শাশুড়িকে হত্যার অভিযোগে যুবক কারাগারে

জামালপুরের মেলান্দহে শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগে মো. আসাদ মিয়া (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মো. আসাদ মিয়া উপজেলার ঝাউগাড়া ইউনিয়নের টুপকারচর এলাকার মো. রইজ উদ্দিন মণ্ডলের ছেলে। 

গত বুধবার বিকেলে মো. আসাদ মিয়াকে র‍্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে। র‍্যাব-১৪-এর জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শেষে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার গোয়ালঘর থেকে সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন বিকেলে নিহত নারীর স্বামী আজিজুল হক থানায় মামলা করেন। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আসাদ মিয়া হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে আসাদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের স্বামী থানায় হত্যা মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত