নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গণপরিবহন বন্ধ থাকায় নৌপথে ট্রলার ও নৌকায় করে ব্রহ্মপুত্র নদ দিয়ে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ময়মনসিংহে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ সফল করতে নান্দাইল, গফরগাঁও, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর উপজেলার নেতা-কর্মীরা এভাবেই সমাবেশস্থলে যাচ্ছেন।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার সঙ্গে গণপরিবহন বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে গত রাত থেকে বিএনপির জেলা নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছে বিপাকে। ফলে রাস্তায় নেমে আবার ফিরে যাচ্ছেন।
নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভাগীয় গণসমাবেশে যাতে উপস্থিত না হতে পারি, সে জন্য যানবাহন বন্ধ রয়েছে। বাধ্য হয়ে নৌপথে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশে যাচ্ছি।’
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ অঘোষিত হরতাল চলছে। নেতা-কর্মীরা যাতে না আসতে পারে, তার জন্য সব বন্ধ করে দিয়েছে। এসব বাধা অতিক্রম করে পায়ে হেঁটে লাখ লাখ নেতা-কর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।’
গণপরিবহন বন্ধ থাকায় নৌপথে ট্রলার ও নৌকায় করে ব্রহ্মপুত্র নদ দিয়ে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ময়মনসিংহে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ সফল করতে নান্দাইল, গফরগাঁও, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর উপজেলার নেতা-কর্মীরা এভাবেই সমাবেশস্থলে যাচ্ছেন।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার সঙ্গে গণপরিবহন বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে গত রাত থেকে বিএনপির জেলা নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছে বিপাকে। ফলে রাস্তায় নেমে আবার ফিরে যাচ্ছেন।
নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভাগীয় গণসমাবেশে যাতে উপস্থিত না হতে পারি, সে জন্য যানবাহন বন্ধ রয়েছে। বাধ্য হয়ে নৌপথে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশে যাচ্ছি।’
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ অঘোষিত হরতাল চলছে। নেতা-কর্মীরা যাতে না আসতে পারে, তার জন্য সব বন্ধ করে দিয়েছে। এসব বাধা অতিক্রম করে পায়ে হেঁটে লাখ লাখ নেতা-কর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।’
ঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
৫ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১০ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১৫ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
২৩ মিনিট আগে