Ajker Patrika

গৌরীপুরে অবৈধভাবে আসা ১৬০ বস্তা চিনি জব্দ, ট্রাকচালক গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭: ৫৭
গৌরীপুরে অবৈধভাবে আসা ১৬০ বস্তা চিনি জব্দ, ট্রাকচালক গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ সোমবার ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ ডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়। 

গ্রেপ্তার ট্রাকচালক হলেন নুর হোসেন। তিনি নেত্রকোনা পশ্চিম সাতপাই এলাকার মো. রতনের ছেলে। 

থানা-পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সেতু-রিতু এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক থেকে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ জব্দ করা হয়েছে।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহাম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কমলাকান্দা উপজেলার নাজিরপুর থেকে ভারতীয় চিনিবোঝাই ট্রাকটি আসার সময় শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় আটক করা হয়।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় চালকের সঙ্গে কথা বলে ও তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহ করে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত