Ajker Patrika

ময়মনসিংহ-৯: তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক ছাত্রদল নেতা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৯: তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক ছাত্রদল নেতা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক ছাত্রদল নেতা আবু জুনায়েদ বিল্লাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। 

আবু জুনায়েদ বিল্লাল নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের বাসিন্দা। তিনি নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির সাধারণ সদস্য। গত ২২ নভেম্বর তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাড. তৈমূর আলম খন্দকারের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবু জুনায়েদ বিল্লাল। 

আবু জুনায়েদ বিল্লাল বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আগামী ৭ জানুয়ারি জনগণের ভোটের মাধ্যমে যদি বিজয়ী হতে পারি নিজেকে মানবতার সেবায় উৎসর্গ করে দেব। নান্দাইল কে দুর্নীতি, মাদক ও দরিদ্র মুক্ত করে জনগণের পাশে থাকবো।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘তৃণমূল বিএনপি থেকে আবু জুনাইদ বিল্লাল মনোনয়ন পত্র দাখিল করেছেন। তা ছাড়াও আরওও ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত