গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের কারণে প্রথমে শারীরিক নির্যাতন, পরে মুখে বিষ ঢেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। শনিবার সন্ধ্যায় গফরগাঁও থানায় হত্যার অভিযোগ দায়ের করেন নিহতের মা হেনা আক্তার।
নিহত গৃহবধূর নাম দিলরুবা খাতুন (৩০)। তাঁর স্বামী অভিযুক্ত মনিরুজ্জামান মানিক উপজেলার রওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের মোনায়েম মাস্টারের ছেলে।
এর আগে গত বুধবার বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ মাস আগে রৌহা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে দিলরুবা খাতুনের সঙ্গে বিয়ে হয় মনিরুজ্জামানের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য দিলরুবার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলেন তাঁর স্বামী। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দিলরুবার বাবা জামাইকে ব্যবসার জন্য এক লাখ টাকা দেন। কিছুদিন পর মনিরুজ্জামান আবারও দুই লাখ টাকার জন্য চাপ দেন দিলরুবাকে। বাবার বাড়ি থেকে আর টাকা দিতে পারবেন না জানালে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন শুরু করে।
দিলরুবার মা হেনা আক্তার জানান, এসব ঘটনা জানার পরও নিরুপায় ছিলেন তাঁরা। গত বুধবার দুপুরে মেয়ের দেবর রিয়াদ এসে জানায় দিলরুবা বিষ খেয়েছে। তাঁকে গফরগাঁও হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিলরুবার মা হেনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে তাঁর স্বামী মানিক ও তাঁর বাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়।'
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, এ ঘটনায় নিহতের মা অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মরদেহ ময়নাতদন্তের পর বাবার বাড়িতে দাফন করা হয়।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের কারণে প্রথমে শারীরিক নির্যাতন, পরে মুখে বিষ ঢেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। শনিবার সন্ধ্যায় গফরগাঁও থানায় হত্যার অভিযোগ দায়ের করেন নিহতের মা হেনা আক্তার।
নিহত গৃহবধূর নাম দিলরুবা খাতুন (৩০)। তাঁর স্বামী অভিযুক্ত মনিরুজ্জামান মানিক উপজেলার রওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের মোনায়েম মাস্টারের ছেলে।
এর আগে গত বুধবার বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ মাস আগে রৌহা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে দিলরুবা খাতুনের সঙ্গে বিয়ে হয় মনিরুজ্জামানের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য দিলরুবার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলেন তাঁর স্বামী। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দিলরুবার বাবা জামাইকে ব্যবসার জন্য এক লাখ টাকা দেন। কিছুদিন পর মনিরুজ্জামান আবারও দুই লাখ টাকার জন্য চাপ দেন দিলরুবাকে। বাবার বাড়ি থেকে আর টাকা দিতে পারবেন না জানালে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন শুরু করে।
দিলরুবার মা হেনা আক্তার জানান, এসব ঘটনা জানার পরও নিরুপায় ছিলেন তাঁরা। গত বুধবার দুপুরে মেয়ের দেবর রিয়াদ এসে জানায় দিলরুবা বিষ খেয়েছে। তাঁকে গফরগাঁও হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিলরুবার মা হেনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে তাঁর স্বামী মানিক ও তাঁর বাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়।'
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, এ ঘটনায় নিহতের মা অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মরদেহ ময়নাতদন্তের পর বাবার বাড়িতে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একপাশে ভাঙাচোরা সড়ক অপর পাশে পানিতে ভরা পুকুর। এর মাঝখানে খালের ওপর তৈরি করা হয়েছে সেতুটি। জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে সেনবাগ উপজেলায় চলাচলের পথে পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়দের চাহিদার ভিত্তিতে বজরা ইউনিয়নের মাওলানা বাড়ির সামনে খালের ওপর ওই সেতুটি নির্মাণ করা হয়।
২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৭ মিনিট আগেবৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
৪ ঘণ্টা আগে