Ajker Patrika

উল্টো লেনে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ভালুকা ও ময়মনসিংহ প্রতিনিধি 
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী নন্দিবাড়ী এলাকায় এ সংঘর্ষ ঘটে।

নিহত দুজন হলেন পূর্ব ভালুকা মণ্ডলপাড়ার আজগর আলীর ছেলে ও পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক লাল মিয়া (৩২) এবং ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সূর্যত আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৪৮)। আহত ব্যক্তিরা হলেন নিহত লালের স্ত্রী তাসলিমা (২৫) ও মামি জ্যোৎস্না আরা (৬৫) এবং অটোরিকশাচালক রোমান মিয়া (৪২)। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে চলে গেলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোর পাঁচ আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক লালকে মৃত ঘোষণা করেন। পরে অন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোকেয়া মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা গেছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত