ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
দীর্ঘ ১৯ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক দফা তারিখ পেছানোর পর আগামীকাল শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল। সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন সভাপতির পদপ্রত্যাশী। এ ছাড়া সম্ভাব্য সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল ইসলাম তারেকের নামও জোরেশোরে শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদের জন্য রয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল মণ্ডল, ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদপ্রত্যাশী নেতাদের টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক। সম্মেলনের স্থান ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণেও দলীয় নেতারা লাগিয়েছেন পোস্টার, ব্যানার ও ফেস্টুন।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে ফের সম্মেলন হওয়ার কথা থাকলেও হয়নি। এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে গত ২৯ জুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। এরই মধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন। এ অবস্থায় অনেক জল্পনা-কল্পনার পর আগামীকাল আলোর মুখ দেখবে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘সম্মেলনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। আশা করছি সুশৃঙ্খলভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ও জেলার নেতারা যাঁদের যোগ্য মনে করবেন, তাঁদের হাতেই দলের দায়িত্ব তুলে দেবেন। তবে উপজেলাসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আস্থা আমার ওপরেই।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল হাসান তারেক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম প্রদীপ, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দীর্ঘ ১৯ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক দফা তারিখ পেছানোর পর আগামীকাল শুক্রবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল। সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন সভাপতির পদপ্রত্যাশী। এ ছাড়া সম্ভাব্য সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল ইসলাম তারেকের নামও জোরেশোরে শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদের জন্য রয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জলিল মণ্ডল, ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদপ্রত্যাশী নেতাদের টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ উপজেলার প্রধান প্রধান সড়ক। সম্মেলনের স্থান ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণেও দলীয় নেতারা লাগিয়েছেন পোস্টার, ব্যানার ও ফেস্টুন।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ১১ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে ফের সম্মেলন হওয়ার কথা থাকলেও হয়নি। এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষে গত ২৯ জুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সেই তারিখ পিছিয়ে নেওয়া হয় ৫ জুলাই। এরই মধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করে দেন। এ অবস্থায় অনেক জল্পনা-কল্পনার পর আগামীকাল আলোর মুখ দেখবে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘সম্মেলনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। আশা করছি সুশৃঙ্খলভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ও জেলার নেতারা যাঁদের যোগ্য মনে করবেন, তাঁদের হাতেই দলের দায়িত্ব তুলে দেবেন। তবে উপজেলাসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আস্থা আমার ওপরেই।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল হাসান তারেক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম প্রদীপ, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
২ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে