Ajker Patrika

ধর্ম প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ. লীগের ৩ নেতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ধর্ম প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ. লীগের ৩ নেতা

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন—জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন এবং ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল। 

এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। নির্বাচন ঘিরে তাঁরাও সরব রয়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১২ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এর মধ্যে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল। 

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসলেও বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে আসছি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরম সংগ্রহ করেছি।’ 

জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার, কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’ 

ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি।’ 

এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আশা রাখি, সফল হতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত