Ajker Patrika

নদী থেকে পলিথিন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫: ৩৭
Thumbnail image

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী মঙ্গলেশ্বরী থেকে পলিথিন তুলতে গিয়ে মো. চাঁন মিয়া (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৭টায় উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠকখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে। বেলা দেড়টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজ মো. চাঁন মিয়া খারনৈ ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, কৃষক চাঁন মিয়া খেতে ধানের চারা রোপণের জন্য বৃষ্টির মধ্যে তাঁর দুই সহকর্মীর সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে বৈঠকখালী গ্রামে মঙ্গলেশ্বরী নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় থাকা একটি পলিথিন নদীতে পড়ে যায়। ওই পলিথিন তুলতে নদীতে নামেন তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। 

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারের কাজ করছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কৃষকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো সন্ধান মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত