Ajker Patrika

সমর্থকদের নিয়ে জুতা পায়ে শহীদ স্মৃতিস্তম্ভে মেম্বার প্রার্থী 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০: ০৮
সমর্থকদের নিয়ে জুতা পায়ে শহীদ স্মৃতিস্তম্ভে মেম্বার প্রার্থী 

জামালপুরের মাদারগঞ্জে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ইউনিয়ন নির্বাচনে অংশ নেওয়া মেম্বার প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এ বিষয়ে নিষেধ করতে গেলে সাংবাদিকদের ওপর চরাও হন সমর্থকেরা। মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। 

পরে ভিডিও করতে গেলে দৈনিক মানবজমিন পত্রিকার মাদারগঞ্জ প্রতিনিধি আল-আমিন হোসেন আবির ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সোহাগ হোসেন মেম্বার প্রার্থীর সমর্থকেদের তোপের মুখে পড়েন। 

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এনামুল হক ও তাঁর সমর্থকেরা মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আসেন। এ সময় ঘটনাস্থলে সিগারেট খাওয়া ৭ নম্বর সিধুলী ইউনিয়নের চরবয়ড়া এলাকার যুবক নজরুল ইসলামকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সিগারেট ও জুতা পায়ে দাঁড়ানোর বিষয়ে বলতে গেলে তিনি সাংবাদিকদের চড়াও হন এবং তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। সেই সঙ্গে উত্তেজিত হয়ে বলেন, ‘এইরকম সাংবাদিক আমরা পকেটে রাখি।’ 

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জুতা পায়ে প্রবেশ ও ধূমপান করার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলকে অবহিত করলে তিনি বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন। সেই সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

একজন মেম্বার প্রার্থী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অবমাননা ও তাঁর সমর্থকেরা সাংবাদিকদের ওপর উত্তেজিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা লিখিত অভিযোগ দেন আমরা আইনগত ব্যবস্থা নিব।’ 

এদিকে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত ও অপমানজনক কথা বলায় মাদারগঞ্জের সুধী সমাজ ও সাংবাদিক সমাজে নিন্দা জানিয়েছে। মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল বলেন, সাংবাদিকেরা তাঁর পেশাগত দায়িত্ব পালনে অপমানের শিকার হবেন এটা মেনে নেওয়া যায় না। দোষীদের বিচার দাবি করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত