ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।
ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মোস্তফার হাত ধরে আসেন আনোয়ারা খাতুন।
আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মো. কদ্দুস আলীর স্ত্রী। আনোয়ারা খাতুন বলেন, ‘প্রতি নির্বাচনেই আমি ভোট দিছি। ইবার আমার পুলায় কইতাছে যাইন আমহেও যাইবাইন, আমার ফুফুও লাগে যাইব। দুজন এক্কান্ই আইছি। কোমর ভাঙছে এইডা কি ঠিক অইব? চেয়ারম্যানেরডা, মেম্বরেরডা যত ভোট আছে সবই দেই।’
আনোয়ারা খাতুনের ছেলে মো. মোস্তফা বলেন, ‘সব সময় ভোট দিছে, এহনও ইচ্ছা ভোট দিব। তাই ভোট দিবার নিয়া আইছি। বাথরুম থেকে পইরা যাইয়া কোমর ভাঙছে। আমারে কয় সব সময় ভোট দিছি, এহন আমারে নিয়া যা আমি ভোট দিব।’
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৫ টি। চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।
ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মোস্তফার হাত ধরে আসেন আনোয়ারা খাতুন।
আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মো. কদ্দুস আলীর স্ত্রী। আনোয়ারা খাতুন বলেন, ‘প্রতি নির্বাচনেই আমি ভোট দিছি। ইবার আমার পুলায় কইতাছে যাইন আমহেও যাইবাইন, আমার ফুফুও লাগে যাইব। দুজন এক্কান্ই আইছি। কোমর ভাঙছে এইডা কি ঠিক অইব? চেয়ারম্যানেরডা, মেম্বরেরডা যত ভোট আছে সবই দেই।’
আনোয়ারা খাতুনের ছেলে মো. মোস্তফা বলেন, ‘সব সময় ভোট দিছে, এহনও ইচ্ছা ভোট দিব। তাই ভোট দিবার নিয়া আইছি। বাথরুম থেকে পইরা যাইয়া কোমর ভাঙছে। আমারে কয় সব সময় ভোট দিছি, এহন আমারে নিয়া যা আমি ভোট দিব।’
ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৫ টি। চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১১ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৫ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২৮ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে