Ajker Patrika

ক্রাচে ভর করে ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে আশি ঊর্ধ্ব আনোয়ারা 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।

ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মোস্তফার হাত ধরে আসেন আনোয়ারা খাতুন।

আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মো. কদ্দুস আলীর স্ত্রী। আনোয়ারা খাতুন বলেন, ‘প্রতি নির্বাচনেই আমি ভোট দিছি। ইবার আমার পুলায় কইতাছে যাইন আমহেও যাইবাইন, আমার ফুফুও লাগে যাইব। দুজন এক্কান্ই আইছি। কোমর ভাঙছে এইডা কি ঠিক অইব? চেয়ারম্যানেরডা, মেম্বরেরডা যত ভোট আছে সবই দেই।’

আনোয়ারা খাতুনের ছেলে মো. মোস্তফা বলেন, ‘সব সময় ভোট দিছে, এহনও ইচ্ছা ভোট দিব। তাই ভোট দিবার নিয়া আইছি। বাথরুম থেকে পইরা যাইয়া কোমর ভাঙছে। আমারে কয় সব সময় ভোট দিছি, এহন আমারে নিয়া যা আমি ভোট দিব।’

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৫ টি। চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত