Ajker Patrika

বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের পুকুর দখলের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাশের ৫০ শতাংশ জমি বিদ্যালয় ভোগ করে আসছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতি মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে পুকুর থেকে মাছ বিক্রি করে বিদ্যালয়ের ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ ২০১৮-২০২০ সাল পর্যন্ত সভাপতি থাকা অবস্থায়ও তিনি পুকুরটি নিজের বলে দাবি করেননি। 

নাসির উদ্দিন আরও বলেন, মো. মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যুর এক সপ্তাহ পর থেকে তাঁর পরিবারের লোকজন পুকুরটি নিজের বলে দাবি করে। গত ২৮ জুলাই পুকুরটি দখলে নিতে ভেকু দিয়ে মাটি কেটে নেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানায় লিখিতভাবে জানানো হয়েছে। 

বিদ্যালয়ের পুকুরটি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ। ছবি: আজকের পত্রিকাবাঁশহাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের পুকুরটি জোর করেই দখল করে নেওয়া হচ্ছে। পুকুর নিজেদের দাবি করে গত ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ আদালতে মামলা করে তারা। মামলাটি বিচারাধীন থাকলেও তারা দখলে নেওয়ার চেষ্টা করছে। 

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

সংবাদ সম্মেলনে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত