নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা-ভাগনে। মামা জাকের পার্টি থেকে মনোনীত প্রার্থী ও উপজেলা জাকের পার্টির সহসভাপতি শফিকুল আলম। ভাগনে জাতীয় পার্টি থেকে মনোনীত হাসমত মাহমুদ তারিক। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য।
গতকাল রোববার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মামা-ভাগনে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। মামা শফিকুল আলম জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ও ভাগনে হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে ভোটযুদ্ধে লড়বেন।
হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাকিম ভূঁইয়ার দ্বিতীয় ছেলে।
জানতে চাইলে হাসমত মাহমুদ তারিক বলেন, ‘কে মামা, কে আত্মীয় তা দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। রাজনীতির মাঠে সব ভিন্ন। দলীয় নেতা-কর্মীসহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাব।’
বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
উল্লেখ্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মামা-ভাগনে ছাড়াও আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাসদ ও তৃণমূল বিএনপির মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা-ভাগনে। মামা জাকের পার্টি থেকে মনোনীত প্রার্থী ও উপজেলা জাকের পার্টির সহসভাপতি শফিকুল আলম। ভাগনে জাতীয় পার্টি থেকে মনোনীত হাসমত মাহমুদ তারিক। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য।
গতকাল রোববার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও নান্দাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মামা-ভাগনে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। মামা শফিকুল আলম জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক ও ভাগনে হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে ভোটযুদ্ধে লড়বেন।
হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাকিম ভূঁইয়ার দ্বিতীয় ছেলে।
জানতে চাইলে হাসমত মাহমুদ তারিক বলেন, ‘কে মামা, কে আত্মীয় তা দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। রাজনীতির মাঠে সব ভিন্ন। দলীয় নেতা-কর্মীসহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাব।’
বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, ‘আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
উল্লেখ্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মামা-ভাগনে ছাড়াও আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাসদ ও তৃণমূল বিএনপির মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
১০ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
১৬ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় বিএনপির এক পক্ষের গণমিছিলে অপর পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় আক্রান্ত পক্ষ।
২১ মিনিট আগেকক্সবাজারের রামুতে বন বিভাগের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থান নিয়েছে। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পর্যটন স্পটে গত বৃহস্পতিবার বিকেলে দুই দপ্তরের কর্মকর্তাদের মধ্যে তর্কাতর্কির একটি ভিড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৪ মিনিট আগে