Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৩: ৫৫
Thumbnail image
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

মৃত ব্যক্তিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫০)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাজেদা খাতুন গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাজেদা খাতুন ডেঙ্গু জ্বর ছাড়াও ফুসফুসের ইনফেকশনে ভুগছিলেন। আব্দুস সাত্তার গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু জ্বর ছাড়াও তিনি কিডনির রোগে ভুগছিলেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মাঝে পুরুষ ৩৩ জন, নারী পাঁচজন ও শিশু একজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন; ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত