Ajker Patrika

ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ

ময়মনসিংহে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। গতকাল রোববার বিকেলে নগরীর রেলওয়ে স্টেশন মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি এই মাস্ক বিতরণ ক্যাম্পেইন উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে খন্দকার ফজলে রাব্বি বলেন, তৃতীয় দফায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলে সচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশ এই আয়োজন করেছে। এই লক্ষ্যে নগরীতে কোতোয়ালি মডেল থানা-পুলিশের ৫টি মোবাইল টিমের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ চালানো হচ্ছে। পথচারী, জনসাধারণকে সার্বক্ষণিক মাস্ক পরে নিত্যদিনের কাজ করার আহ্বান জানান তিনি। 

এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত