Ajker Patrika

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৬

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৬

ময়মনসিংহে অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার দুপরে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতার পাড়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অ্যাম্বুলেন্স করে ডাকাতির জন্য সংগঠিত হচ্ছিলেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৩টি ধারালো লম্বা ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সদর উপজেলার পাড়াইল এলাকার জিয়াউল ইসলামের ছেলে জসিম মিয়া (২১), মধ্যবাড়েরা এলাকার ছাদেক আলীর ছেলে স্বাধীন মিয়া (১৯), নগরীর মাসকান্দা স্টাফ কোয়াটার এলাকার হান্নান মণ্ডলের ছেলে প্রিন্স অনিক মণ্ডল (১৯), মৃত কাশেম আলীর ছেলে ফজলে রাব্বী (২১), চরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. আবু নাঈম (১৯) এবং ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হাসান (১৯)। 

গ্রেপ্তার ছয়জন ও জব্দ করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকাজেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির জন্য সংগঠিত হওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন যাবৎ তাঁরা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। আগে তাঁদের নামে মামলা ছিল। 

তাঁদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত