Ajker Patrika

গাছে বেঁধে বৃদ্ধ চাচাকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গাছে বেঁধে বৃদ্ধ চাচাকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজাদের বিরুদ্ধে। এ সময় প্রতিবেশীরা কেউ এগিয়ে না এলেও জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকায়। ভুক্তভোগী বৃদ্ধ বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ভুক্তভোগী আব্দুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকার মৃত খালে খান পাঠানের ছেলে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার সকালে তারা মিয়াকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায় তারই সৎ ভাই মৃত আলেফ খানের ছেলে হাবিবুর রহমান আবু (৪০), নয়ন মিয়া খান পাঠান (৩৪)। 

ভুক্তভোগী তারা মিয়ার ছেলে রুবেল মিয়া বলেন, ‘হাবিবুর রহমান আবু গংদের বিরুদ্ধে সম্প্রতি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিজ দখলিয় ৪০ শতাংশ ভূমিতে ১৪৪ ধারা জারির জন্য অভিযোগ দায়ের করা হয়। এরই জেরে তাঁরা আমার বাবার ওপর এ নির্যাতন চালায়। এ সময় বাবাকে উদ্ধার করতে কেউ এগিয়ে না আসায় আমার ছোট বোন লাইলী আক্তার ৯৯৯ নম্বরে কল দেয়। পরে গৌরীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া ঘটনাস্থল থেকে বাবাকে উদ্ধার করেন।’ 

অভিযুক্তেরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

এ ঘটনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ৯৯৯ এ কল পেয়ে তারা মিয়াকে উদ্ধার করে পুলিশ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উল্লেখ্য, এ ছাড়াও গত ২৭ জুলাই ধানের চারা রোপণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. রুবেল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত