Ajker Patrika

মোহনগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে ছুরি দিয়ে হত্যা চেষ্টা ও ঘরের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগে মো. নুরে আলম রিয়াদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রিয়াদের নামে মাদকের ছয়টি মামলা রয়েছে। একটি মামলায় তাঁর এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

রিয়াদ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের মো. সাইদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রিয়াদ একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তাঁর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে। একটি মামলায় তার এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিয়াদের বাবা সাইদুর রহমান বলেন, ‘রিয়াদ নেশা করে আমার প্রায় ৪৫ লাখ টাকা নষ্ট করেছে। আজ সকালে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করে। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছি। ঝুঁকি নিয়ে একপর্যায়ে তাঁকে ঝাপটে ধরি।’

সাইদুর রহমান আরও বলেন, ‘খবর দেওয়ায় পুলিশ যথা সময়ে হাজির হয়। রিয়াদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রিয়াদের নামে অনেকগুলো মামলা থাকায় পুলিশ তাঁকে খুঁজছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত