Ajker Patrika

ময়মনসিংহের ১১ আসনে ১৯ জনের মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭ জন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ১১ আসনে ১৯ জনের মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭ জন

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে ১৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার কেন্দ্রীয়ভাবে ময়মনসিংহ-৫ ও ময়মনসিংহ-৮ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রত্যাহার করা হয়েছে। 

এ ছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাকের পার্টির সাত, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছয়, তরিকত ফেডারেশনের এক ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে নির্বাচনে ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম। 

তাঁরা হলেন—ময়মনসিংহ-২ (ফুলপুর) জাসদ প্রার্থী এস এম শিব্বির আহমেদ লিটন, জাকের পার্টির সঞ্জিত সাহা। ময়মনসিংহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ডা. মতিউর রহমান ও তরিকত ফেডারেশনের বিশ্বজিৎ ভাদুড়ী। ময়মনসিংহ-৪ (সদর) জাসদ প্রার্থী নজরুল ইসলাম চুন্নু ও জাকের পার্টির কামাল উদ্দিন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুল হাই আকন্দ ও জাসদ প্রার্থী মো. শামছুল আলম খান। 

এদিকে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) জাসদ প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও জাকের পার্টির এসএম দেলোয়ার হোসেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) জাসদ প্রার্থী রতন কুমার সরকার, জাকের পার্টির মো. জুয়েল রানা ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আবদুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ (নান্দাইল) জাকের পার্টির মো. শফিকুল আলম, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) জাকের পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাসদ প্রার্থী মো. সাদিক হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলে আরও পাঁচজনের মনোনয়ন পত্র বৈধ হয়। বৈধ প্রার্থী নান্দাইলের দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) আবদুস সালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপিলে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ফলে ৮৬ জন প্রার্থী শেষ পর্যন্ত ছিল। এর মধ্যে ১৯ জন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মনোনয়ন প্রত্যাহার করা ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্রপ্রার্থী হয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে তা প্রত্যাহার করেছি। এখন নৌকা মনোনীত প্রার্থীকে সমর্থন দেব না স্বতন্ত্রপ্রার্থীকে সমর্থন দেব তা সময়েই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত