Ajker Patrika

নান্দাইলে পাঁচ হাজার সরকারি বই পিকআপসহ আটক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে পাঁচ হাজার সরকারি বই পিকআপসহ আটক

ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির প্রায় পাঁচ হাজার সরকারি বই একটি পিকআপসহ আটক করেছেন স্থানীয়রা।  

বন্ধের দিন আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে পিকআপে করে নেওয়ার সময় স্থানীয়রা বইগুলো আটক করে। 

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিমুদ্দিনের যোগসাজশে কেজিদরে পাঁচ হাজার বই বিক্রি করে বলে অভিযোগ স্থানীয়দের। পরে স্থানীয়রা বইগুলো আটক করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। সন্ধ্যার দিকে পুলিশ নিয়ে এসে শিক্ষা কর্মকর্তা বইসহ পিকআপটি নিয়ে আসেন। 

প্রত্যক্ষদর্শী আনসার কমান্ডার কাজিমুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় বন্ধের দিন পিকআপে করে বই নিয়ে যাওয়ায় সবার সন্দেহ জাগে। পরে গিয়ে জানতে পারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে বই বিক্রি করে দিছে। আমরা স্থানীয়রা সরকারি বইসহ গাড়ি আটক করি।’ 

আটক সরকারি বই। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে মোবাইলে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি ।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন,  ‘সরকারি বই কেউ বিক্রি করতে পারে না। খবর পেয়ে পুলিশ নিয়ে গিয়ে বইগুলো উদ্ধার করে উপজেলার সরকারি গুদামে রাখা হয়েছে। এ বিষয়ে আগামী রোববার অফিস খোলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত