Ajker Patrika

ছাত্রলীগ কর্মীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রিতু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

জানা যায়, গত ২ মে পূর্ব বিরোধের জেরে রিতুকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। ঘটনার দিনই ৩ জনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

ওসি আরও বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-রিতুর বাবা দুলাল মিয়া, সাবেক চেয়ারম্যান ফারুক ইসলাম, আওয়ামী লীগ নেতা রুবেল মাহমুদসহ অন্যরা। বক্তারা অবিলম্বে রিতু হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত