Ajker Patrika

ঋণের টাকা চাইতে গিয়ে চাচাতো ভাইয়ের মারধরের শিকার ব্যক্তির মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঋণের টাকা চাইতে গিয়ে চাচাতো ভাইয়ের মারধরের শিকার ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে চাচাতো ভাইয়ের কাছে ঋণের টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে সাদেক মিয়া (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার চর বেতন ইউনিয়নের চর কোমর ভাঙা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেক ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাদেক মিয়া তাঁর চাচাতো ভাই মো. সবুজ মিয়ার কাছে টাকা পান। আজ রোববার সকাল ৭টার দিকে সবুজের কাছে টাকা চাইতে যান সাদেক মিয়া। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সাদেক মিয়াকে মারধর করেন সবুজ। তাতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা পাশের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সাদেকের মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ আলী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত