ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ার দায়ে প্রত্যাহার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে ফোর্স নিয়ে উপজেলার গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে থাকা শ্যামল চন্দ্র ধর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্ব পালন করেছি। ভোট গ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া যায়নি।’
পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার পর কোথাও পদায়ন হয়েছে কি না, জানতে চাইলে জবাবে শ্যামল চন্দ্র ধর বলেন, ‘এখনো পদায়ন হয়নি। পুলিশ লাইনসেই সংযুক্ত আছি।’
এর আগে ২০২৩ সালের ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌর মাঠে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তৎকালীন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশার কথা বলেন। সভার উপস্থিত তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদকে নয়নের মণি এবং দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সুযোগ্য বিশেষণে অভিহিত করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ২৫ আগস্ট তাঁকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ার দায়ে প্রত্যাহার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে ফোর্স নিয়ে উপজেলার গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে থাকা শ্যামল চন্দ্র ধর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্ব পালন করেছি। ভোট গ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া যায়নি।’
পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার পর কোথাও পদায়ন হয়েছে কি না, জানতে চাইলে জবাবে শ্যামল চন্দ্র ধর বলেন, ‘এখনো পদায়ন হয়নি। পুলিশ লাইনসেই সংযুক্ত আছি।’
এর আগে ২০২৩ সালের ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌর মাঠে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তৎকালীন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশার কথা বলেন। সভার উপস্থিত তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদকে নয়নের মণি এবং দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সুযোগ্য বিশেষণে অভিহিত করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ২৫ আগস্ট তাঁকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে