Ajker Patrika

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০: ২১
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মাসুম ওরফে মাজু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের মাথুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে জহিরুল ইসলাম জহির (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাসুম ওরফে মাজু মাথুয়াদী গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় বাসচালক ছিলেন। আটক জহিরুল ইসলাম জহির একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

বিসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ খান বলেন, ‘জহিরুল দা, ছুরি, চাকু নিয়ে ঘোরাফেরা করত। স্থানীয় হোসেন খাঁর মোড়ে মানুষকে বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করত। তার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল।’ 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ওয়াজেদ আলী বলেন, ঘটনার দিন জহিরুলের অন্যায়ের প্রতিবাদ করেন বাসচালক মাসুম। হোসেন খাঁর মোড়ে জহিরুলকে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেবেন না বলে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলোচনা করেন। এ কথা কোনো একজন জহিরুলের কাছে বলে দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে এসে মাসুমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় মাসুম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ওয়াজেদ আলী আরও বলেন, ঘটনার পরপরই বখাটে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত