ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর ছয়টি রুটে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ঘেরাও করে বিক্ষোভ করেছেন চালকেরা। এর আগে আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন চালকেরা। এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা ভোগান্তি হলেও নগরীতে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীতে অনুমোদিত ইজিবাইক ৭ হাজার, ব্যাটারিচালিত মোটা ও চিকন তিন চাকার রিকশা ১২ হাজার থাকলেও প্রতিদিন গড়ে ৮-১০ হাজার যান চলাচল করে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
যানজটের ভোগান্তি কিছুটা নিয়ন্ত্রণে আনতে গত ১৮ জানুয়ারি ছয়টি রুটে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। এতে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল না করায় নগরী একেবারেই যানজটমুক্ত হয়। স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।
যদিও চালকেরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে অটোতে যাত্রী উঠছে না। এর প্রতিবাদে কয়েক দিন ধরে ইজিবাইকের চালকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ সকাল থেকে নগরীর সব রুটে অটো চলাচল বন্ধ রাখেন তাঁরা। সকাল থেকে নগরীতে যানবাহনের স্বল্পতার কারণে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে দেখলেও বেশির ভাগ মানুষ অটো চলাচলের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। পরে বেলা ৩টার দিকে কয়েক শ চালক সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত অটো চলাচলের অনুমতি দেওয়ায় যত সমস্যা হচ্ছে। কয়েক দিন ধরে গাঙ্গিনারপাড় এলাকায় অটো ঢুকতে না পারায় কোনো যানজট নেই। আমরা চাই সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকুক।’
ইজিবাইকচালক হাসান মিয়া বলেন, ‘আমরা লাইসেন্স নিয়েছি পুরো নগরীতে চলাচল করার জন্য, কোনো সুনির্দিষ্ট রুটে নয়। লাইসেন্স দেওয়ার সময় কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল। হঠাৎ অটো চলাচল বন্ধ করে দিয়ে যানজট কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না।’
আরেক চালক শফিকুল ইসলাম বলেন, ‘নগরীতে অটো চলাচল করতে না পারলে বাচ্চাকাচ্চা নিয়ে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, অটোচালকদের কারণে নগরীতে যেন কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন কাজ করেছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর ছয়টি রুটে অটো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর থেকে চালকেরা বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি স্মারকলিপি দিয়েছেন। আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ নগরীর ছয়টি রুটে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ঘেরাও করে বিক্ষোভ করেছেন চালকেরা। এর আগে আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন চালকেরা। এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা ভোগান্তি হলেও নগরীতে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন অনেকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীতে অনুমোদিত ইজিবাইক ৭ হাজার, ব্যাটারিচালিত মোটা ও চিকন তিন চাকার রিকশা ১২ হাজার থাকলেও প্রতিদিন গড়ে ৮-১০ হাজার যান চলাচল করে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
যানজটের ভোগান্তি কিছুটা নিয়ন্ত্রণে আনতে গত ১৮ জানুয়ারি ছয়টি রুটে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিটি করপোরেশন। এতে জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড, দুর্গাবাড়ি রোড এবং স্বদেশি বাজারে ইজিবাইক চলাচল না করায় নগরী একেবারেই যানজটমুক্ত হয়। স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।
যদিও চালকেরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে অটোতে যাত্রী উঠছে না। এর প্রতিবাদে কয়েক দিন ধরে ইজিবাইকের চালকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ সকাল থেকে নগরীর সব রুটে অটো চলাচল বন্ধ রাখেন তাঁরা। সকাল থেকে নগরীতে যানবাহনের স্বল্পতার কারণে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে দেখলেও বেশির ভাগ মানুষ অটো চলাচলের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। পরে বেলা ৩টার দিকে কয়েক শ চালক সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত অটো চলাচলের অনুমতি দেওয়ায় যত সমস্যা হচ্ছে। কয়েক দিন ধরে গাঙ্গিনারপাড় এলাকায় অটো ঢুকতে না পারায় কোনো যানজট নেই। আমরা চাই সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকুক।’
ইজিবাইকচালক হাসান মিয়া বলেন, ‘আমরা লাইসেন্স নিয়েছি পুরো নগরীতে চলাচল করার জন্য, কোনো সুনির্দিষ্ট রুটে নয়। লাইসেন্স দেওয়ার সময় কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল। হঠাৎ অটো চলাচল বন্ধ করে দিয়ে যানজট কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না।’
আরেক চালক শফিকুল ইসলাম বলেন, ‘নগরীতে অটো চলাচল করতে না পারলে বাচ্চাকাচ্চা নিয়ে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, অটোচালকদের কারণে নগরীতে যেন কোনো ভোগান্তি সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন কাজ করেছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর ছয়টি রুটে অটো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর থেকে চালকেরা বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি স্মারকলিপি দিয়েছেন। আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারের (শিক্ষাকেন্দ্র) শিক্ষকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার উখিয়া কোর্টবাজার স্টেশনে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে দেশি-বিদেশি এনজিও সংস্থার গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে সড়ক
৩ মিনিট আগেনোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
২৯ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
১ ঘণ্টা আগে