Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অলিকে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
ওয়ালিদ আহমেদ অলি।  ছবি: সংগৃহীত
ওয়ালিদ আহমেদ অলি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর কমিটি থেকে ওয়ালিদ আহমেদ অলিকে বহিষ্কার করা হয়েছে। তিনি সংগঠনটির মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। শুক্রবার (২৩ মে) সংগঠনের আহ্বায়ক মো. অলি উল্লাহ ও সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছিল। যার সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওয়ালিদ আহমেদ অলি কেন্দ্রীয় ঘোষিত নেতাদের নামে বিষোদ্‌গার করে সাংগঠনিক শৃঙ্খলা-পরিপন্থী কাজ করেছেন। এ ছাড়া, নবগঠিত জেলা ও মহানগর কমিটি কর্তৃক আয়োজিত একটি আন্দোলনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ওয়ালিদ আহমেদ অলি সংগঠনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে স্বেচ্ছাচারিতা ও শৃঙ্খলা ভঙ্গের পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় সাংগঠনিক ব্যানার ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি ময়মনসিংহ শহরের আলোচিত ‘সুন্দর মহল’ ভাঙচুর ও দাঙ্গার ঘটনায় ওয়ালিদ আহমেদ অলির ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগও গুরুতরভাবে উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি দায়িত্বশীলদের অবহিত না করে সেখানে অবস্থান করেছিলেন এবং এর মাধ্যমে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা করেছেন।

সংগঠনটির মহানগরের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস জানিয়েছেন, তাঁরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষায় বদ্ধপরিকর। এই সিদ্ধান্তের পর ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রম এবং গতিপথ আরও মসৃণ হবে।

বিজ্ঞপ্তির বিষয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ অলি বলেন, ‘যাদের স্বাক্ষরে আমাকে বহিষ্কার করা হয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রের কোনো যোগাযোগ নেই। এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে আমরা কর্মসূচি দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত