গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে মশিউর রহমান হুজ্জাত (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও পৌর এলাকার কলেজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হুজ্জাত ওই এলাকার খলিলুর রহমান রুবেলের ছেলে ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে মশিউর রহমান হুজ্জাত, আব্দুল্লাহ আল আরাফসহ কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলা শেষে ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাটে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা নদের পাড় থেকে এক এক করে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে। মশিউর রহমান হুজ্জাতের সঙ্গে নদের বুকে লাফিয়ে পড়ে বন্ধু আব্দুল্লাহ আল আরাফ। অন্য বন্ধুরা পানিতে ভেসে উঠলেই হুজ্জাত তলিয়ে যায়। আরাফ হুজ্জাতের সঙ্গে আঘাত পেয়ে আহত হয়ে মাথা ফেটে যায়।
আহত আরাফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হুজ্জাতকে ব্রহ্মপুত্র নদে খুঁজতে থাকে। না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই হুজ্জাতের মরদেহ উদ্ধার করে।
মৃত হুজ্জাতের বাবা উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান রুবেল বলেন, প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। দুপুরে ফুটবল খেলে শেষ করে ব্রহ্মপুত্র নদে যায় গোসল করতে। পরে সে পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান জমিয়ত আলী বলেন, বিকেলে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাট এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, দল বেধে বন্ধুরা ব্রহ্মপুত্র নদে যায় গোসল করতে। এক অন্যের ওপর লাফালাফি করে পড়তে গিয়ে একজন আহত হয় এবং অপর বন্ধু হুজ্জাত পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে মশিউর রহমান হুজ্জাত (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও পৌর এলাকার কলেজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হুজ্জাত ওই এলাকার খলিলুর রহমান রুবেলের ছেলে ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে মশিউর রহমান হুজ্জাত, আব্দুল্লাহ আল আরাফসহ কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলা শেষে ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাটে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা নদের পাড় থেকে এক এক করে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে। মশিউর রহমান হুজ্জাতের সঙ্গে নদের বুকে লাফিয়ে পড়ে বন্ধু আব্দুল্লাহ আল আরাফ। অন্য বন্ধুরা পানিতে ভেসে উঠলেই হুজ্জাত তলিয়ে যায়। আরাফ হুজ্জাতের সঙ্গে আঘাত পেয়ে আহত হয়ে মাথা ফেটে যায়।
আহত আরাফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হুজ্জাতকে ব্রহ্মপুত্র নদে খুঁজতে থাকে। না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই হুজ্জাতের মরদেহ উদ্ধার করে।
মৃত হুজ্জাতের বাবা উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান রুবেল বলেন, প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। দুপুরে ফুটবল খেলে শেষ করে ব্রহ্মপুত্র নদে যায় গোসল করতে। পরে সে পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান জমিয়ত আলী বলেন, বিকেলে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাট এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, দল বেধে বন্ধুরা ব্রহ্মপুত্র নদে যায় গোসল করতে। এক অন্যের ওপর লাফালাফি করে পড়তে গিয়ে একজন আহত হয় এবং অপর বন্ধু হুজ্জাত পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রায় নয় ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপোতে প্রবেশ করেছেন। এ সময়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপো দিয়ে ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে বের হয়ে যাবেন
১ মিনিট আগেমাদারগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেশিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
১২ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
১৭ মিনিট আগে