Ajker Patrika

ময়মনসিংহ-৯ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৯ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দিয়েছেন ১৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কমিটি ময়মনসিংহ বিভাগীয় সদস্য এবং শিল্প ও বাণিজ্যিক বিষয়ক উপকমিটির সদস্য আলমগীর কবির দোলন।

১৭ মনোনয়ন প্রত্যাশীরা হলেন–বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক স্বপন চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট আব্দুল হাই, ছাত্রলীগ নেতা শাহজাহান কবীর সুমন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, তাসলিমা বেগম, মোস্তাফিজুর রহমান রানা, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া হেভেন, জালাল উদ্দিন আকন্দ, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সঞ্জীব আফেন্দী, মোসাদ্দিকুর রহমান রাসেল, মুজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম। 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচন হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১–৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত