Ajker Patrika

বিএনপির তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে ৮ নেতা-কর্মী আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭: ০৯
বিএনপির তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে ৮ নেতা-কর্মী আটক

তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে নেত্রকোনার মদনে বিএনপির আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউল হক হিমেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকেই বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় যাত্রা শুরু করেন। কিন্তু সমাবেশ যাতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নিতে না পারে সে জন্য পুলিশ গতকাল শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আটক অভিযান চালায়।

এ ব্যাপারে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘তারুণ্যের সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকেই বিএনপির নেতা-কর্মীরা শুক্রবার থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন। সমাবেশে যাওয়ার পথে আমাদের আট নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনার মামলার ছয় আসামি ও হেরন বিল নিয়ে সংঘর্ষের দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত