ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বেলতৈল গ্রামের বাসিন্দা মো. আব্দুস সাত্তার (৭০) ও তাঁর ছেলে আব্দুল মমিন (১৯)।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, উপজেলার বেলতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ ও একই এলাকার মো. আব্দুস সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি।
আনোয়ার হোসেন বলেন, পরে তাঁর ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে প্রতিবেশী সাত্তার নামের একজনের ধানখেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে পাশেই মোবাইল ফোন বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে ধানখেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনেরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট থানায় তাঁদের হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বেলতৈল গ্রামের বাসিন্দা মো. আব্দুস সাত্তার (৭০) ও তাঁর ছেলে আব্দুল মমিন (১৯)।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, উপজেলার বেলতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ ও একই এলাকার মো. আব্দুস সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি।
আনোয়ার হোসেন বলেন, পরে তাঁর ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে প্রতিবেশী সাত্তার নামের একজনের ধানখেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে পাশেই মোবাইল ফোন বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে ধানখেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনেরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট থানায় তাঁদের হস্তান্তর করা হয়েছে।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
১৭ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৪ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৩৭ মিনিট আগে