Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১১: ৩৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটি উদ্বোধন করা হয়। 

জানা গেছে, সফটওয়্যারটি কম্পিউটার ও মোবাইলে ব্যবহারের উপযোগী হওয়ায় রোগীরা সহজেই সফটওয়্যারে যুক্ত হয়ে সেবা গ্রহণ করতে পারবে। এই পদ্ধতির আওতায় রোগীরা দীর্ঘ সিরিয়াল বিড়ম্বনা কাটিয়ে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত রিপোর্টের ডিজিটাল কপি সংগ্রহসহ হাসপাতালের অভ্যন্তরীণ সেবাসমূহ দ্রুততার সঙ্গে পাবে। 

এ ছাড়া রোগীর তথ্য দীর্ঘদিন সংরক্ষণ, ফলোআপ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঝুঁকিপূর্ণ রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবাদান সম্ভব হবে। 

এই প্রক্রিয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা মোবাইলে সংযুক্ত থাকবেন। ফলে যেকোনো ওয়ার্ড বা বিভাগ থেকে চিকিৎসক রোগীর চিকিৎসার ব্যাপারে পরস্পরের সঙ্গে আলোচনা করে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এই অটোমেশন সফটওয়্যার স্বাস্থ্য অধিদপ্তরে ব্যবহৃত ডিএইচআইএস-২ সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে সফটওয়্যারের সঙ্গে যুক্ত সবার পক্ষে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্ভব হবে। 

এ সময় হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়জউদ্দিন ফরাজিসহ হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত