Ajker Patrika

শেরপুরে স্কুলের টয়লেট থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে স্কুলের টয়লেট থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

শেরপুরে একটি বেসরকারি স্কুলের টয়লেট থেকে রিমন হাসান (১৪) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে এবং ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের খুনুয়া মধ্যপাড় এলাকার দরিদ্র ভ্যানচালক সাগর মিয়া ও মা রশিদা বেগমের চার ছেলের মধ্যে রিমন দ্বিতীয়। গতকাল বৃহস্পতিবার দিনে রিমন ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করে। বিকেলে মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে আবার বাইরে বের হয়। সে মাঝে-মধ্যেই না বলে নানা বাড়ি গিয়ে থাকত। তাই রাত পেরিয়ে গেলেও তার বাবা-মা কোনো খোঁজ নেয়নি। 
 
এদিকে আজ শুক্রবার সকালে ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের নাইট গার্ড মো. শেখ ফরিদ স্কুলের টয়লেটে হাত-মুখ ধুতে গিয়ে নগ্ন ও কাদামাটি মাখা অবস্থায় রিমনের পড়ে থাকতে দেখে। তিনি স্কুলের পরিচালক মো. চান মিয়াকে খবর দেন। পরে তিনি পুলিশে খবর দিলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে রিমনের মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ময়মনসিংহের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
রিমনের বাবা-মা জানান, পার্শ্ববর্তী একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সঙ্গে ফোনে কথা বলত। এটিকে হত্যাকাণ্ড দাবি করে এর বিচার চান তারা। 

সিআইডি ক্রাইমসিন ইউনিট, ময়মনসিংহের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইউসুফ আজকের পত্রিকাকে জানান, রিমনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তার গলাতেও দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তার শ্বাসরোধও করা হয়ে থাকতে পারে। বাকিটুকু ময়নাতদন্তে বোঝা যাবে। এ ঘটনায় প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে কাজ চলছে। 
 
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। আশা করছি দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে শনাক্ত করতে সক্ষম হব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত