নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলের সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতিকে সহায়তা দিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাস ভবনের সামনে ঈদসামগ্রী দেন তিনি। সহায়তার মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই প্যাকেট দুধ, দুই প্যাকেট সেমাই, দুই প্যাকেট নুডলস ও এক হাজার টাকা।
তা ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংগঠনের পক্ষ থেকে এক কেজি চিনি, এক কেজি তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, একটি ফার্মের মুরগি ও মসলা দেওয়া হয়। এদিকে গরুর মাংস খেতে চাওয়ায় বৃদ্ধাকে সোহাগ আকন্দ নামে এক ব্যক্তি এক কেজি গরুর মাংস ও নগদ কিছু টাকা প্রদান করেন।
গতকাল বুধবার আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘স্বামীডারে লইয়া ভিক্ষা কইরা জীবনডা আর চলে না’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ইউএনওসহ বেশ কয়েক ব্যক্তি ও সংগঠন ওই দম্পতিকে সহায়তায় এগিয়ে আসে।
গতকাল দুপুরে উপজেলা পরিষদের মসজিদের সামনে নিজেদের অসহায়ত্বের কথাগুলো আজকের পত্রিকার প্রতিনিধিকে বলেন আবাল হোসেন (৮৮) ও সোলেমা বেগম (৬৬) দম্পতি। সোলেমা বেগম বলেন, ‘স্বামীডা আমার পঙ্গু। হুইলচেয়ারে কইরা রইদের (রোদ) মধ্যে ঘুরতাছি পাঁচ-দশ টাকার জন্য। রোজা থাইকা আর পারি না বাবা। জীবনডা আর চলে না। গরিবের কষ্ট কেউ দেহে না। এই রোজায় একটু দুধ, মাংস আমার কপালে জুটল না।’
নান্দাইলের সেই বৃদ্ধ ভিক্ষুক দম্পতিকে সহায়তা দিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাস ভবনের সামনে ঈদসামগ্রী দেন তিনি। সহায়তার মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি তেল, দুই কেজি চিনি, দুই প্যাকেট দুধ, দুই প্যাকেট সেমাই, দুই প্যাকেট নুডলস ও এক হাজার টাকা।
তা ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংগঠনের পক্ষ থেকে এক কেজি চিনি, এক কেজি তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, একটি ফার্মের মুরগি ও মসলা দেওয়া হয়। এদিকে গরুর মাংস খেতে চাওয়ায় বৃদ্ধাকে সোহাগ আকন্দ নামে এক ব্যক্তি এক কেজি গরুর মাংস ও নগদ কিছু টাকা প্রদান করেন।
গতকাল বুধবার আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘স্বামীডারে লইয়া ভিক্ষা কইরা জীবনডা আর চলে না’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ইউএনওসহ বেশ কয়েক ব্যক্তি ও সংগঠন ওই দম্পতিকে সহায়তায় এগিয়ে আসে।
গতকাল দুপুরে উপজেলা পরিষদের মসজিদের সামনে নিজেদের অসহায়ত্বের কথাগুলো আজকের পত্রিকার প্রতিনিধিকে বলেন আবাল হোসেন (৮৮) ও সোলেমা বেগম (৬৬) দম্পতি। সোলেমা বেগম বলেন, ‘স্বামীডা আমার পঙ্গু। হুইলচেয়ারে কইরা রইদের (রোদ) মধ্যে ঘুরতাছি পাঁচ-দশ টাকার জন্য। রোজা থাইকা আর পারি না বাবা। জীবনডা আর চলে না। গরিবের কষ্ট কেউ দেহে না। এই রোজায় একটু দুধ, মাংস আমার কপালে জুটল না।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে