Ajker Patrika

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

হালুয়াঘাট প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাটে মনোয়ারা বেগম (৩৩) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহারানীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মনোয়ারা বেগম ওই এলাকার রোস্তম আলীর স্ত্রী।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহারানীকান্দা গ্রামের বাসিন্দা রোস্তম আলীর সঙ্গে তাঁর বড় ভাই ছমেদ আলীর দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছমেদ আলী তাঁর ছেলেদের নিয়ে রোস্তম আলী ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের ওপর হামলা চালান। হামলায় রোস্তম আলীর স্ত্রী মনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে তাঁর পরিবারের লোকজন মনোয়ারা বেগমকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত