গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় ঘটে।
নিহত নয়ন মিয়া (২৮) একই ইউনিয়নের নামা ধোপাঘাট গ্রামের মৃত শহর আলীর ছেলে। ২০২০ সালে একই এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা নয়নের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা নয়নকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনেরা রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি।
ধোপঘাট এলাকার বাসিন্দারা জানায়, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তিনি হত্যার মামলার আসামিও ছিলেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নায়িম হোসেন বলেন, ‘তিন মাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে নয়ন আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করছিলেন। এসব কারণে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তাঁর ওপর হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাবুল আলম বলেন, ‘নয়ন এলাকায় উগ্র ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে সে একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজতবাস করে জামিনে বাড়িতে আসে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নয়নের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় ঘটে।
নিহত নয়ন মিয়া (২৮) একই ইউনিয়নের নামা ধোপাঘাট গ্রামের মৃত শহর আলীর ছেলে। ২০২০ সালে একই এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা নয়নের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা নয়নকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনেরা রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি।
ধোপঘাট এলাকার বাসিন্দারা জানায়, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তিনি হত্যার মামলার আসামিও ছিলেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নায়িম হোসেন বলেন, ‘তিন মাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে নয়ন আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করছিলেন। এসব কারণে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তাঁর ওপর হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাবুল আলম বলেন, ‘নয়ন এলাকায় উগ্র ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে সে একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজতবাস করে জামিনে বাড়িতে আসে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নয়নের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেটে চোরাই মালামাল বহনকারী পিকআপ ধাওয়াকালে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলায় এ ঘটনা ঘটে। আহত ওই বিজিবি সদস্য হলেন সিপাহি মো. সিহাব ইসলাম রাব্বি। তিনি কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপিতে কর্মরত।
৫ মিনিট আগেসাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সুহাইল মাহদীন সাদী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।
১১ মিনিট আগেখুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এই কর্মসূচির কারণে আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে টোল প্লাজার দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
১৫ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দুজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের সম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত
১৮ মিনিট আগে