Ajker Patrika

মমেক করোনা ইউনিটে তিনজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২: ৩১
মমেক করোনা ইউনিটে তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

যাদের প্রাণহানি ঘটেছে তাঁরা হলেন ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫), দিলীপ মিয়া (৫২), নেত্রকোনার মদনের রাশিদা বেগম (৪৫), জামালপুর সদরের মনির হোসেন (৭০)। 

মহিউদ্দিন খান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৩ জনের মধ্যে ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১২ জন। 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩১১টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত