Ajker Patrika

  নান্দাইলে দুস্থদের ভিডব্লিউবি কার্ডে অনিয়ম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  নান্দাইলে দুস্থদের ভিডব্লিউবি কার্ডে অনিয়ম

নান্দাইলে অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ডধারী জন্য প্রকল্পের বরাদ্দের ব্যাপক অনিয়ম উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রতিটি কার্ডে ৫০০ টাকা করে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

এদিকে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ১৭ কার্ডধারীর চাল উত্তোলনের কথা স্বীকার করলেও আর এমনটা হবে বলে জানান তাঁরা। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেমপুর ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৭৩ জন দুস্থ নারীর নামে তিন মাসের চাল বরাদ্দ দেওয়া হয়। গত ২৮ মার্চ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। এর মধ্যে ওই ইউনিয়নের অন্তত ১৭ জন কার্ডধারী বরাদ্দের চাল পাননি। 

কাদিরপুর গ্রামের বেশ কয়েকজন দুস্থ নারী জানান, ইউপি সদস্য কামরুল ইসলাম কয়েক মাস আগে কার্ড দেবে বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন। কিন্তু চাল বিতরণ করলেও তাঁরা বরাদ্দের চাল ও কার্ড পাননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তালিকায় তাঁদের নাম রয়েছে। কিন্তু চাল বিতরণ করলেও ইউপি সদস্য জানাননি। ঘটনা জানাজানি হলে ইউপি সদস্য গত মঙ্গলবার রাতের আঁধারে নারীদের কার্ডগুলো দিলেও চাল পাননি তাঁরা। 

কাদিরপুর গ্রামের তাসলিমা আক্তার বলেন, ‘চাল কেন পায়নি এ বিষয়ে মেম্বার কামরুলের কাছে গেলে তিনি বলেন, ‘‘দুই বছরের কার্ডের চাল এক বছর আমি (ইউপি সদস্য) এবং চেয়ারম্যান পাবে।’ ’ পরের বছর আমরা পাব বলে তিনি জানান।’ 

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কার্ডধারীরা যোগাযোগ না করায় কার্ডগুলো দিতে পারি নাই। চাল বিতরণের পরে যোগাযোগ করে কার্ডগুলো দেওয়া হয়েছে। একটু ভুল হয়ে গেছে। এইগুলো কার্ডধারীদের সঙ্গে ম্যানেজ করে নিব। আমার দিকে একটু নজর রাখিয়েন।’ 

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলী বলেন, ‘আমি ১৭টি কার্ড উত্তোলন করিনি। একটু ম্যানেজ করে নেন। এমন আর হবে না।’ 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান আমার কাছ থেকে কার্ডগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করবে বলে নিয়ে যায়। এখন যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত