শেরপুর প্রতিনিধি
শেরপুরে ক্লিনিক থেকে আড়াই মাস বয়সী এক কন্যাশিশুকে চুরি করে প্রায় ২ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত নারীর নাম জরিনা। তিনি সদর উপজেলার লছমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত জরিনার মেয়ে সাবিনা, সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া ও টাঙ্গাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির কন্যাশিশু লাবিবাকে ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার জন্য শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে নিয়ে যান তাঁরা। সেখানে পূর্বপরিচিত জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তাঁর মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করেন। পরে টাঙ্গাইল সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে ১ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে অভিযান শুরু করে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জরিনাকে শহরের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয় শিশু লাবিবাকে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
শেরপুরে ক্লিনিক থেকে আড়াই মাস বয়সী এক কন্যাশিশুকে চুরি করে প্রায় ২ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত নারীর নাম জরিনা। তিনি সদর উপজেলার লছমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত জরিনার মেয়ে সাবিনা, সদর উপজেলার কামারেরচর গ্রামের সুলতান মিয়া ও টাঙ্গাইল সদরের এমদাদুল হকের স্ত্রী সানোয়ারা খানম পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নকলা উপজেলার কুলাদি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির কন্যাশিশু লাবিবাকে ১৫ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসার জন্য শেরপুর শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে নিয়ে যান তাঁরা। সেখানে পূর্বপরিচিত জরিনা শিশুটির মাকে বোকা বানিয়ে তাঁর মেয়ে সাবিনার সহায়তায় শিশুটিকে চুরি করেন। পরে টাঙ্গাইল সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে ১ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
এ ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে অভিযান শুরু করে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জরিনাকে শহরের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয় শিশু লাবিবাকে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা পালন ও ইফতার করেছেন ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩টি গ্রামের মানুষ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্য দিয়ে আজ শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা শেষে ইফতার করেন তাঁরা।
৫ মিনিট আগেবিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতকারিদের বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছে— তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগেমোরেলগঞ্জে ঘের নিয়ে সালিসে হাতাহাতিতে আহত কৃষক মহিউদ্দিন মহারাজের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
২৬ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৮ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।
৩৬ মিনিট আগে