Ajker Patrika

হালুয়াঘাটে ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২২: ৫৪
হালুয়াঘাটে ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকায় এক ব্যবসায়ীর সহযোগীকে পথরোধ করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে হালুয়াঘাট থানা-পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার গাতি গ্রামের মো. ইলিয়াছ (২৭), রফিকুল ইসলাম (২৬), শাকুয়াই গ্রামের মো. ফাহিম (২০), শাকুয়াই চরপাড়া গ্রামের মো. রিপন মিয়া (২৫), শাকুয়াই-বালিযোগী গ্রামের মো. আরাফাত হোসেন আকাশ (২৪)। 

আজ বুধবার থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নাগলা বাজারের ব্যবসায়ী মোস্তাফা কামাল জ্যাঠাতো ভাই মেজবাহুলকে ব্যবসার ১২ লাখ টাকা ধারাবাজারে রূপালী ব্যাংকের শাখায় জমা দিতে পাঠান। মেজবাহুল ধারাবাজার যাওয়ার পথে ছয়-সাতজনের একটি দল মিজবাহুলকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় মোস্তফা কামাল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় ডাকাতি করা ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, আটক ব্যক্তিদের আজ বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত