Ajker Patrika

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৬: ৪৩
নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের নাম শাকিল মিয়া (১৭)। সে পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন সড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।

বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হলে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজন হাসপাতালে চিকিৎসা।

এদিকে দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছিল। লাশ মমেক হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত