Ajker Patrika

ভালুকায় ৬ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় ৬ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর আজ বুধবার দিনব্যাপী ভালুকা উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে। নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও ভূমির উপরিভাগের মাটি ব্যবহারে দায়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় ৩টি ইটভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভালুকা উপজেলার পলাশতলী গ্রামে সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস ও খারুয়ালী গ্রামে সিদ্দিকীয়া ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং উপজেলার মেদিলা গ্রামে আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও সহকারী পরিচালক নাজিয়া আক্তার উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও অবৈধ ভাবে ভূমির টপসয়েল ব্যবহার করার দায়ে এসব ভাটাকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি ভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত