Ajker Patrika

গৌরীপুরে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫৯
গৌরীপুরে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশ থেকে বড় দুটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং আরেকটি এক ব্যবসায়ী কেটেছেন বলে অভিযোগ উঠেছে। 

আজ শনিবার বিকেলে গাছ দুটি জব্দ করেছে গৌরীপুর বন বিভাগ। 

জানা গেছে, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর মোড়ের একটি রেইনট্রিগাছ কেটে ফেলেন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। বন বিভাগ বলছে, গাছটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এদিন একই ইউনিয়নের গাগলার মোড়ে একটি মরা গাছ কেটে ফেলেন স্থানীয় ব্যবসায়ী আন্তাল হক। এটির ডাল-পালা কেটে গোড়া কাটার পর বাধার সম্মুখীন হন তিনি। গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাছগুলো শ্রমিকেরা কাটতে শুরু করেন। সরকারি গাছগুলো কীভাবে কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তা কেউ জানেন না। 

অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। শাহজাহান আমাকে কিছু জানাননি।’ 

ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ‘রেইনট্রিগাছটি মসজিদে দেওয়ার জন্য কাটা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানানো হয়নি, পরে জানাব।’ 

এদিকে সাংবাদিকদের দেখে অভিযুক্ত আন্তাল হক পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

গৌরীপুর বন বিভাগের মাঠকর্মী মিলন কস্তা বলেন, ‘মরা রেইনট্রিগাছটি জব্দ করা হয়েছে। তবে অপরটি পুরোপুরি কাটতে পারেননি। এগুলো এখন বন বিভাগের জিম্মায় রয়েছে।’ 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিচ্ছি। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত