নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে দুজনকে বন্দী রেখেছিলেন। সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিচর্যার জন্য কাজের বেটিকেও রাখার সুযোগ দেওয়া হয়েছিল। জেলে খালেদা জিয়াকে ফাইভ স্টার হোটেলের সব সুযোগ-সুবিধাই দেওয়া হয়েছিল।’
আজ শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘পণ্ডিত জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু অনেক আরাম-আয়েশে জেল খাটতেন। কিন্তু তিনিও কাজের লোক নিয়ে জেল খাটতে পারেননি। আমরা জীবনে বহুবার জেল খেটেছি, আরও খাটতে হতে পারে। কিন্তু শুধু দেশে কেন? পুরো উপমহাদেশে চাকরানিসহ জেল খাটার উদাহরণ নেই।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, করোনায় বিশ্বের বড় দেশগুলোর লন্ডভন্ড অবস্থা হলেও শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে সামলিয়েছেন। বড় দেশগুলো এখন হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বহাল রেখেছেন, গতিশীল রেখেছেন। অতি নিন্দুক ছাড়া সবাই প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করছেন এবং করবেন।
বিএনপিকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকেই দেশের উন্নয়ন ও জনগণের সেবা চোখে দেখতে পারে না। তাদের শুধু বলতে চাই, “হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ।” এরা চোখ থাকতেও দেখবে না, কান থাকতেও শুনবে না। এটাই তাদের অভ্যাস।’
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন ফাইবার অপটিক কেব্ল চালু করলেন, তখন খালেদা জিয়া পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন যে এর মাধ্যমে দেশের সব তথ্য চুরি হয়ে যাবে। কিন্তু তিনিই আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে এর সুফল ভোগ করছেন।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে দুজনকে বন্দী রেখেছিলেন। সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিচর্যার জন্য কাজের বেটিকেও রাখার সুযোগ দেওয়া হয়েছিল। জেলে খালেদা জিয়াকে ফাইভ স্টার হোটেলের সব সুযোগ-সুবিধাই দেওয়া হয়েছিল।’
আজ শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘পণ্ডিত জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু অনেক আরাম-আয়েশে জেল খাটতেন। কিন্তু তিনিও কাজের লোক নিয়ে জেল খাটতে পারেননি। আমরা জীবনে বহুবার জেল খেটেছি, আরও খাটতে হতে পারে। কিন্তু শুধু দেশে কেন? পুরো উপমহাদেশে চাকরানিসহ জেল খাটার উদাহরণ নেই।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, করোনায় বিশ্বের বড় দেশগুলোর লন্ডভন্ড অবস্থা হলেও শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে সামলিয়েছেন। বড় দেশগুলো এখন হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বহাল রেখেছেন, গতিশীল রেখেছেন। অতি নিন্দুক ছাড়া সবাই প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করছেন এবং করবেন।
বিএনপিকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকেই দেশের উন্নয়ন ও জনগণের সেবা চোখে দেখতে পারে না। তাদের শুধু বলতে চাই, “হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ।” এরা চোখ থাকতেও দেখবে না, কান থাকতেও শুনবে না। এটাই তাদের অভ্যাস।’
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন ফাইবার অপটিক কেব্ল চালু করলেন, তখন খালেদা জিয়া পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন যে এর মাধ্যমে দেশের সব তথ্য চুরি হয়ে যাবে। কিন্তু তিনিই আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে এর সুফল ভোগ করছেন।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে