ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আগামী এক বছরের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসান মাহমুদকে সভাপতি এবং রানা আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গতকাল রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ সাত বছর পর হওয়া ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়ে একদিকে যেমন উচ্ছ্বাসিত নেতা-কর্মীরা, অন্যদিকে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন। নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁদের দাবি, বিবাহিত ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, ‘কমিটিতে বেশ কয়েকজন বিবাহিত রয়েছেন। তা ছাড়া এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাঁদের রাজপথে কোনো দিন দেখা যায়নি।’ এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিতদের যোগ্য স্থান দেওয়ার দাবি জানান ওই নেতা।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ সাত বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। দুই পদে সাত বছর পার হওয়ার পর আলোর মুখ দেখল ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
নবগঠিত কমিটির ১৭ জন সহসভাপতি পদে আছেন ইয়াসিন আরাফাত, রিদম আহমেদ মোস্তাকিম, শেখ ওয়ালি উল্লাহ্ রাসেল, অর্ণব হোম চৌধুরী, ফরিদুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম দুলন, রাফিউল করিম মিঠুন, জাকিরুল ইসলাম রবিন, রাইকুল ইসলাম রাহুল, অলি উল্লাহ্, শাহ্ আলম, আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ্ আল রাফি, জিয়াউল হক সামাদ এবং নূর হামিদ রুশো।
ছয়জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আল আমিন আকন্দ, আল ইমরান, গণি ভূঁইয়া হীরা, রিয়াদুল আলম শাহীন, মাহমুদুল হাসান সুমন, ওয়াহীব ইসতিয়াক পূর্ণ, মাহমুদুল হাসান রাকিন।
এ ছাড়া ছয়জন সাংগঠনিক সম্পাদক হলেন আবুল বাশার হৃদয়, জাকারিয়া হোসাইন হিমেল, প্রীতিরাজ বর্মণ অন্তু, তাজরিয়ান রাকিব, জিনেদিন জিদান, আরাফাত উল্লাহ্ নিলয়।
এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অভিযোগে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আগামী এক বছরের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসান মাহমুদকে সভাপতি এবং রানা আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গতকাল রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ সাত বছর পর হওয়া ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়ে একদিকে যেমন উচ্ছ্বাসিত নেতা-কর্মীরা, অন্যদিকে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন। নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁদের দাবি, বিবাহিত ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, ‘কমিটিতে বেশ কয়েকজন বিবাহিত রয়েছেন। তা ছাড়া এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাঁদের রাজপথে কোনো দিন দেখা যায়নি।’ এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিতদের যোগ্য স্থান দেওয়ার দাবি জানান ওই নেতা।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ সাত বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। দুই পদে সাত বছর পার হওয়ার পর আলোর মুখ দেখল ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
নবগঠিত কমিটির ১৭ জন সহসভাপতি পদে আছেন ইয়াসিন আরাফাত, রিদম আহমেদ মোস্তাকিম, শেখ ওয়ালি উল্লাহ্ রাসেল, অর্ণব হোম চৌধুরী, ফরিদুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম দুলন, রাফিউল করিম মিঠুন, জাকিরুল ইসলাম রবিন, রাইকুল ইসলাম রাহুল, অলি উল্লাহ্, শাহ্ আলম, আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ্ আল রাফি, জিয়াউল হক সামাদ এবং নূর হামিদ রুশো।
ছয়জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আল আমিন আকন্দ, আল ইমরান, গণি ভূঁইয়া হীরা, রিয়াদুল আলম শাহীন, মাহমুদুল হাসান সুমন, ওয়াহীব ইসতিয়াক পূর্ণ, মাহমুদুল হাসান রাকিন।
এ ছাড়া ছয়জন সাংগঠনিক সম্পাদক হলেন আবুল বাশার হৃদয়, জাকারিয়া হোসাইন হিমেল, প্রীতিরাজ বর্মণ অন্তু, তাজরিয়ান রাকিব, জিনেদিন জিদান, আরাফাত উল্লাহ্ নিলয়।
এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অভিযোগে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
১ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে