Ajker Patrika

সালিসে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে সালিসে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার (২৯ ডিসেম্বর) হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।

নিহত কৃষকের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাঁর সঙ্গে প্রতিবেশী নসিম উদ্দিনের ছেলে রুহুল আমীনের পরিবারের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করতে গেলে নাসির উদ্দিন বাধা দেন। এ নিয়ে বিকেলে নাসির উদ্দিনের বাড়িতে সালিস বসে। সালিস চলাকালীন তর্কের একপর্যায়ে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দিনকে উদ্ধার করে ফুলবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ৮-১০ জন মিলে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রোকনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, সড়কে লাখো মানুষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত