Ajker Patrika

গার্ড অব অনারে নারী ইউএনওর বিকল্পের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২১, ০৭: ৩৯
গার্ড অব অনারে নারী ইউএনওর বিকল্পের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ: বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প চাওয়ার সুপারিশের প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অণুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকট শিব্বির আহমেদ লিটন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উদীচীর সহসভাপতি আতাউর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মোকসেদুর রহমান জুয়েল, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি সাবিব তালুকদার রবিন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার যেখানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে, সেখানে নারী ইউএনওর গার্ড অব অনারে সমস্যা কোথায়? আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির এমন সুপারিশের তীব্র নিন্দা জানাই। সরকারকে অনুরোধ করব এর বিপরীতে অবস্থান নেওয়ার জন্য। আমরা মনে করি এখানে নারীর অধিকার খর্ব করা হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে নারী সমাজ রাস্তায় দাঁড়াবে, প্রতিবাদ করবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত