Ajker Patrika

র‍্যাম্পে হাঁটল ১৩০ বিড়াল

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজিত ‘ক্যাট শো’-তে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজিত ‘ক্যাট শো’-তে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে শতাধিক বিড়াল নিয়ে ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রফেসরস পেট কেয়ার’ নামের একটি সংগঠনের উদ্যোগে আজ শনিবার নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় এই শো।

বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও এর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। এর আগে, ২০২৩ সালে প্রথমবার একটি সংগঠন ক্যাট শো করেছিল একই স্থানে। আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানের র‍্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। সেরাদের জন্য ছিল পুরস্কারও।

প্রফেসরস পেট কেয়ারের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ‘ময়মনসিংহে ৫ হাজারের অধিক মানুষ বিড়াল লালনপালন করে থাকেন। যাঁরা বিড়াল লালনপালন করেন, তাঁদের এক ছাতার নিচে আনার জন্য আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে বিড়ালের ভ্যাকসিনেশন, ক্যাটওয়াক, বেস্ট ক্যাট সিলেকশন, বিড়ালের ফ্রি হেলথ চেকআপ, বিড়ালের লালনপালন ও রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই আয়োজনের মধ্য দিয়ে পোষা প্রাণী লালনপালনে আগ্রহ বাড়বে মানুষের।’

ক্যাট শোতে সিম্বা ব্রাউনি জাতের দুটি বিড়াল নিয়ে আসা শিক্ষিকা মাহমুদা আক্তার মলি বলেন, ‘এই দুটি বিড়ালকে সন্তানের মতো লালনপালন করে আসছি। একটি সাড়ে আট মাস এবং অপরটির নয় মাস বয়স। এখানে আসার মূল কারণ হচ্ছে, ওগুলোর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অভিজ্ঞতা নেওয়া।’

লিয়ানা নামের এক তরুণী নিজের বিড়াল নিয়ে শোতে অংশ নেন। তিনি বলেন, ‘জলি নামের বিড়ালটি এক বছর ধরে পুষছি। পড়াশোনার ফাঁকে সময় কাটাই বিড়ালের সঙ্গে।’

দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বিড়াল সম্পর্কে জানতে প্রদর্শনীতে আসার কথা জানায় শিশু ইরাজ সাল্লিম। একটি পোষা বিড়াল কোলে নেওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করে সে।

এমন আয়োজন প্রতিবছর করার দাবি জানিয়ে শেলী আক্তার নামের একজন বলেন, ক্যাট শো করার কারণে পোষা প্রাণীর প্রতি মানুষের সৌহার্দ্য বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত