ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে শতাধিক বিড়াল নিয়ে ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রফেসরস পেট কেয়ার’ নামের একটি সংগঠনের উদ্যোগে আজ শনিবার নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় এই শো।
বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও এর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। এর আগে, ২০২৩ সালে প্রথমবার একটি সংগঠন ক্যাট শো করেছিল একই স্থানে। আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানের র্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। সেরাদের জন্য ছিল পুরস্কারও।
প্রফেসরস পেট কেয়ারের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ‘ময়মনসিংহে ৫ হাজারের অধিক মানুষ বিড়াল লালনপালন করে থাকেন। যাঁরা বিড়াল লালনপালন করেন, তাঁদের এক ছাতার নিচে আনার জন্য আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে বিড়ালের ভ্যাকসিনেশন, ক্যাটওয়াক, বেস্ট ক্যাট সিলেকশন, বিড়ালের ফ্রি হেলথ চেকআপ, বিড়ালের লালনপালন ও রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই আয়োজনের মধ্য দিয়ে পোষা প্রাণী লালনপালনে আগ্রহ বাড়বে মানুষের।’
ক্যাট শোতে সিম্বা ব্রাউনি জাতের দুটি বিড়াল নিয়ে আসা শিক্ষিকা মাহমুদা আক্তার মলি বলেন, ‘এই দুটি বিড়ালকে সন্তানের মতো লালনপালন করে আসছি। একটি সাড়ে আট মাস এবং অপরটির নয় মাস বয়স। এখানে আসার মূল কারণ হচ্ছে, ওগুলোর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অভিজ্ঞতা নেওয়া।’
লিয়ানা নামের এক তরুণী নিজের বিড়াল নিয়ে শোতে অংশ নেন। তিনি বলেন, ‘জলি নামের বিড়ালটি এক বছর ধরে পুষছি। পড়াশোনার ফাঁকে সময় কাটাই বিড়ালের সঙ্গে।’
দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বিড়াল সম্পর্কে জানতে প্রদর্শনীতে আসার কথা জানায় শিশু ইরাজ সাল্লিম। একটি পোষা বিড়াল কোলে নেওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করে সে।
এমন আয়োজন প্রতিবছর করার দাবি জানিয়ে শেলী আক্তার নামের একজন বলেন, ক্যাট শো করার কারণে পোষা প্রাণীর প্রতি মানুষের সৌহার্দ্য বাড়বে।
ময়মনসিংহে শতাধিক বিড়াল নিয়ে ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রফেসরস পেট কেয়ার’ নামের একটি সংগঠনের উদ্যোগে আজ শনিবার নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় এই শো।
বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও এর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। এর আগে, ২০২৩ সালে প্রথমবার একটি সংগঠন ক্যাট শো করেছিল একই স্থানে। আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানের র্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। সেরাদের জন্য ছিল পুরস্কারও।
প্রফেসরস পেট কেয়ারের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ‘ময়মনসিংহে ৫ হাজারের অধিক মানুষ বিড়াল লালনপালন করে থাকেন। যাঁরা বিড়াল লালনপালন করেন, তাঁদের এক ছাতার নিচে আনার জন্য আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে বিড়ালের ভ্যাকসিনেশন, ক্যাটওয়াক, বেস্ট ক্যাট সিলেকশন, বিড়ালের ফ্রি হেলথ চেকআপ, বিড়ালের লালনপালন ও রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই আয়োজনের মধ্য দিয়ে পোষা প্রাণী লালনপালনে আগ্রহ বাড়বে মানুষের।’
ক্যাট শোতে সিম্বা ব্রাউনি জাতের দুটি বিড়াল নিয়ে আসা শিক্ষিকা মাহমুদা আক্তার মলি বলেন, ‘এই দুটি বিড়ালকে সন্তানের মতো লালনপালন করে আসছি। একটি সাড়ে আট মাস এবং অপরটির নয় মাস বয়স। এখানে আসার মূল কারণ হচ্ছে, ওগুলোর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অভিজ্ঞতা নেওয়া।’
লিয়ানা নামের এক তরুণী নিজের বিড়াল নিয়ে শোতে অংশ নেন। তিনি বলেন, ‘জলি নামের বিড়ালটি এক বছর ধরে পুষছি। পড়াশোনার ফাঁকে সময় কাটাই বিড়ালের সঙ্গে।’
দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বিড়াল সম্পর্কে জানতে প্রদর্শনীতে আসার কথা জানায় শিশু ইরাজ সাল্লিম। একটি পোষা বিড়াল কোলে নেওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করে সে।
এমন আয়োজন প্রতিবছর করার দাবি জানিয়ে শেলী আক্তার নামের একজন বলেন, ক্যাট শো করার কারণে পোষা প্রাণীর প্রতি মানুষের সৌহার্দ্য বাড়বে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে