Ajker Patrika

ময়মনসিংহে ৫১২ মামলায় জরিমানা ৩ লাখ ৮০ হাজার

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫: ৩৫
ময়মনসিংহে ৫১২ মামলায় জরিমানা ৩ লাখ ৮০ হাজার

করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনেও ময়মনসিংহের প্রশাসন ছিল সরব। জেলা শহরের মোড়ে মোড়ে ছিল সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের টহল। এদিন জেলার বিভিন্ন শহর ও উপজেলায় অভিযান চালিয়ে ৫১২টি মামলায় ৩ লাখ ৮১ হাজার ৫৭৫ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর ও উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।

এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, দিনব্যাপী জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী কর্মকর্তা, ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৩ জন এসিল্যান্ড, জনপ্রশাসনের ছয়জন, ময়মনসিংহ সিটি করপোরেশনের একজনসহ মোট ৫০টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আয়েশা হক আরও জানান, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন শহর ও উপজেলায় অভিযান চালিয়ে ৫১২ মামলায় ৩ লাখ ৮১ হাজার ৫৭৫ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত